নদী….
মাহমুদ রবিউল ..
নদী,
আমি নিজেই একটা নদী,
আমি নদী দেখিনা
তাই আমি আমাকেই দেখি।
নদী,
সে তো বেদনারই প্রতিচ্ছবি,
আমিও তো একই
তাই আমি আমাকেই দেখি।
নদী,
সে তো জমিয়ে রাখে দুঃখ, বেদনা আরও কত কি?
আমিও তার সাথে কম যাই নাকি,
তাই আমি আমাকেই দেখি।
নদী,
সে তো সন্যাসী, বর্বর, হিংস্র,
আমারও তো আছে এ সবি
তাই আমি আমাকেই দেখি।
তার কোন সুখ নেই
আর আমিতো চিরদুঃখী
নদী সে তো আমি।